নিজস্ব সংবাদদাতাঃ আজারবাইজানের হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দরে ২০টি পাসপোর্টসহ একজন বাংলাদেশিকে আটক করা হয়েছে। ওই ব্যক্তির নাম মো. শহিদুল। জানা গিয়ছে, আজারবাইজান এয়ারলাইন্স সিজেএসসি (এজেএল)-এর নিরাপত্তা বিভাগের কর্মীরা ২২ ডিসেম্বর রাত ১টা ৫ মিনিটের দিকে হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ পরিদর্শনের সময় ওই ব্যক্তিকে আটক করে। তল্লাশিকালে তার কাছে ২০টি বাংলাদেশি পাসপোর্ট ও দুটি স্ট্যাম্প পাওয়া গেছে। অনুসন্ধানে জানা গেছে, ওই ব্যক্তি বাংলাদেশ থেকে লোকজনকে টাকার বিনিময়ে কাজের প্রতিশ্রুতি দিয়ে ইউরোপের কোনও একটি দেশে পাঠানোর নাম করে আজারবাইজানে নিয়ে যায়। পাসপোর্ট পরীক্ষার সময় তার কাছে সার্বিয়ার জাল ভিসাও পাওয়া গেছে।