দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : রাতের অন্ধকারে বালি চুরির অভিযোগে ছ'টি গাড়ি আটক করল গুড়গুড়িপাল থানার পুলিশ। মেদিনীপুর সদর ব্লকের মণিদহ এলাকার। পুলিশ জানিয়েছে, মণিদহ এলাকার কংসাবতী নদী থেকে বেআইনিভাবে বালি তোলা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বালি বোঝাই পাঁচটি ইঞ্জিন ট্রলি ও একটি পিকআপ ভ্যান আটক করা হয়েছে। গাড়িগুলি ঝাড়গ্রামের মানিকপাড়া এলাকার। জানা গিয়েছে, মণিদহ এলাকায় আগে পাঁচটি বৈধ বালি খাদান ছিল। নভেম্বর মাসে সবগুলোর মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এই মুহূর্তে ওই এলাকায় কোন বৈধ বালি খাদান নেই। সেই সুযোগে বালি মাফিয়ারা শীতের রাতে অবৈধ ভাবে বালি তুলছিল। বালি চুরির অভিযোগ ওঠে এর আগেও। গত বুধবার রাত্রি এগারোটা নাগাদ ওই এলাকায় বেআইনিভাবে বালি উত্তোলনের খবর পেয়ে হানা দিয়েছিল পুলিশ। কিন্তু পুলিশ আসছে বুঝতে পেরে বালি খালি করে কোনও রকমে পালিয়ে যায় তিনটি ট্রাক্টর। তারপর থেকেই ওঁত পেতেছিল পুলিশ। শুক্রবার সন্ধ্যা নাগাদ কংসাবতী নদীতে বালি উত্তোলন করতে নামলে সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ বাহিনী গিয়ে ঘিরে ফেলে। গাড়িগুলি আটক করে নিয়ে আসা হয়েছে। তবে গাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে চালকরা। সূত্রের খবর, মেদিনীপুর সদরের ধেড়ুয়া ও মণিদহ এলাকায় রাত হলেই বালি চুরির ঘটনা ঘটছে কয়েকদিন। পুলিশও বাড়িয়েছে নজরদারি। যে কারণে এদিন গাড়িগুলি আটক করতে সক্ষম।