নিজস্ব সংবাদদাতা: আন্তর্জাতিক ক্ষেত্রে নতুন করে দাপট দেখাচ্ছে করোনা ভাইরাস। এবার বিমান পরিষেবার ক্ষেত্রে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং এবং থাইল্যান্ড থেকে আগত যাত্রীদের জন্য বিশেষ নিয়ম জারি হতে চলেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ডক্টর মান্দাভিয়া জানিয়েছেন, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং এবং থাইল্যান্ড থেকে আগত যাত্রীদের জন্য বর্তমান স্বাস্থ্যের অবস্থা ঘোষণা করতে এয়ার সুবিধা ফর্ম পূরণ করা বাধ্যতামূলক করা হবে। এছাড়াও উক্ত দেশগুলি থেকে আগত যাত্রীদের জন্য আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করা হবে। তাদের পরীক্ষার রিপোর্ট ইতিবাচক আসলে কোভিড বিধি মেনে আক্রান্তদের আলাদা থাকতে হবে।