নিজস্ব সংবাদদাতা: স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ নিলে ব্যাঙ্কের সুদের হার যাই থাকুক, পড়ুয়ারা চার শতাংশ হারেই সুদ দেবেন। বাকি অংশ রাজ্য সরকার দেবে। মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র জানান, সুদের হার নিয়ে একটি বিভ্রান্তি তৈরি হয়েছিল।
পড়ুয়ারা ঋণ নেওয়ার সময়ে দেখা যাচ্ছিল, ব্যাঙ্ক যে কাগজ দিচ্ছে তাতে সুদের হার লেখা রয়েছে ৮ বা ৯ শতাংশ। রাজ্যের অর্থসচিব মনোজ পন্থের উপস্থিতিতে অমিত মিত্র স্পষ্ট করে দেন, ব্যাঙ্কগুলির সঙ্গে যে চুক্তি হয়েছে, তাতে পড়ুয়াদের কাছ থেকে চার শতাংশ সুদ নিতে হবে।