নিজস্ব সংবাদদাতাঃ শনিবার ফিজির পার্লামেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিজির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সিতিভেনি রাবুকা। রাবুকা ২০২১ সালে গঠিত ফিজির একটি রাজনৈতিক দল পিপলস অ্যালায়েন্সের নেতা। সূত্রে খবর, রাবুকা পার্লামেন্টে ২৮ ভোটের ব্যবধানে নির্বাচিত হন, যেখানে ফিজির প্রথম নেতা ভরেকে বেনিমারামা ২৭ টি ভোট পেয়েছিলেন।ফিজির পার্লামেন্টের নবনির্বাচিত স্পিকার নাইকামা লালাবালাভু এই ঘোষণা করেন।