গাড়ি দুর্ঘটনার কবলে বিজেপি বিধায়ক জয়কুমার গোর

author-image
Harmeet
New Update
গাড়ি দুর্ঘটনার কবলে বিজেপি বিধায়ক জয়কুমার গোর

নিজস্ব সংবাদদাতাঃ দুর্ঘটনার কবলে বিজেপি বিধায়ক জয়কুমার গোর। গতকাল রাতে মালথানের কাছে সাতারা জেলার পুনে-পান্ধরপুর সড়কে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় গুরুতর আহত হয়েছে চালক সহ তাঁর নিরাপত্তারক্ষীরাও। বিধায়ক সহ তাঁর চালক এবং দুই নিরাপত্তারক্ষীকে পুনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।