নিজস্ব সংবাদদাতাঃ রাতের পর সকালেও ফের ভয়াবহ আগুন কলকাতা শহরে। শনিবার ভোরে আগুন লাগে চারু মার্কেটের বন্ধ বেকারিতে। স্থানীয় বাসিন্দারা আচমকা দেখতে পান দাউ দাউ করে জ্বলছে আগুন। আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে।দমকল সূত্রে খবর, আগুন লাগে ভোর তিনটে নাগাদ। সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে গিয়েছে বেকারি। দমকলের পাঁচটি ইঞ্জিন টানা দু’ঘণ্টার চেষ্টায় কোনও ক্রমে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় ভিতরে কেউ ছিলেন না বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, কারখানা গত ২ বছর ধরে বন্ধ ছিল। তারপরও কীভাবে আগুন লাগল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।