২০ লাখ থেকে প্রায় ২ কোটিতে লাফ ডাগারের

author-image
Harmeet
New Update
২০ লাখ থেকে প্রায় ২ কোটিতে লাফ ডাগারের

নিজস্ব সংবাদদাতাঃ বহু অখ্যাত ক্রিকেটারকে লক্ষ্মীর ঝাঁপি উপুড় করে দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। মায়াঙ্ক ডাগার তেমনই এক ক্রিকেটার। এবারের মিনি আইপিএল-এ তার বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। নিলামে ওঠার পর লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে দাম। শেষে ১.৮ কোটি টাকায় সানরাইজার্স হায়দরাবাদ দলে নিয়েছে তাকে। মায়াঙ্ক মূলত ব্যাটসম্যান।