স্বাধীনতা দিবসের আগে আসাম খাদি ও গ্রামশিল্প বোর্ডের কারিগররা বানাচ্ছেন জাতীয় পতাকা

author-image
Harmeet
New Update
স্বাধীনতা দিবসের আগে আসাম খাদি ও গ্রামশিল্প বোর্ডের কারিগররা বানাচ্ছেন জাতীয় পতাকা

​নিজস্ব সংবাদদাতাঃ সামনেই আসছে স্বাধীনতা দিবস। এইবছর ৭৫তম স্বাধীনতা দিবসের আগে গুয়াহাটিতে আসাম খাদি ও গ্রামশিল্প বোর্ডের কারিগররা জাতীয় পতাকা তৈরি করেছেন। আসাম খাদি ও গ্রামশিল্প বোর্ডের এক্সিকিউটিভ বিপুল হাজারিকা জানান, করোনার কারণে তাদের উৎপাদন হ্রাস পেয়েছে। তবে এই বছর তাদের জাতীয় পতাকা বানানোর টার্গেট ৩০০০টি। এখনও অবধি তৈরি হয়েছে ২,১০০টি।