নিজস্ব সংবাদদাতাঃ এন জগদীশনের নাম অনেকেই হয়তো শোনেননি। ভারতের এই তরুণ ক্রিকেটারকে এবারের মিনি নিলাম থেকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তারকাদের ভিড়ে অখ্যাত হলেও জগদীশনের নামের পাশে রয়েছে ঝকঝকে রেকর্ড। এবারের বিজয় হাজারে ট্রফিতে দুর্ধর্ষ ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। ১৪১ বলে করেছিলেন ২৭৭ রান, দুশোর কাছাকাছি স্ট্রাইক-রেট। অতীতে চেন্নাই সুপার কিংসের হয়ে নিজের প্রতিভার কিছু ঝলক দেখিয়েছেন।