অতিরিক্ত কাজ করানোর অভিযোগ অনাথ আশ্রমের বিরুদ্ধে

author-image
Harmeet
New Update
অতিরিক্ত কাজ করানোর অভিযোগ অনাথ আশ্রমের বিরুদ্ধে

হরি ঘোষ, দুর্গাপুর : অতিরিক্ত কাজ করানোর অভিযোগ উঠলো দুর্গাপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার অনাথ আশ্রমের বিরুদ্ধে। যার জেরে কাজ ছাড়লেন অনাথ আশ্রমের কর্মীরা। অভিযোগ অস্বীকার করেছেন সংস্থার সম্পাদক। অনাথ শিশুদের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয় সূত্রে জানা যায়, অনাথ শিশুদের দেখাশোনার জন্য ৭জন মহিলা কর্মী রয়েছেন দায়িত্বে। তাদের ১২ ঘণ্টারও বেশি কাজ করানো হয় বলে অভিযোগ অনাথ আশ্রমের বিরুদ্ধে। যে কারণে বিক্ষোভ দেখান তারা। শিশুদের সমস্যা হলেও ওই স্বেচ্ছাসেবী সংস্থা কোনো দায় নেয় না বলে অভিযোগ।শিশুদের দায়িত্বে এখন ১জন কর্মী ও ১জন নার্স রয়েছেন। বর্তমানে ১১জন শিশুর ভবিষ্যত নিয়ে উঠছে প্রশ্ন।সাময়িক উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দুর্গাপুরের মহকুমা শাসকের।