ওএমআর শিট আপলোড নিয়ে বিতর্ক

author-image
Harmeet
New Update
ওএমআর শিট আপলোড নিয়ে বিতর্ক

নিজস্ব সংবাদদাতা : নবম-দশমের ৯৫২ জনের ওএমআর শিট আপলোড নিয়ে বিতর্ক শুরু। ১০ ভাগে নতুন করে প্রকাশিত তালিকার সব খোলা যাচ্ছে না বলে অভিযোগ। নেই প্রার্থীদের বাবা ও স্কুলের নাম। ফলে একই নামে একাধিক লোক থাকলেও চিহ্নিত করা যাচ্ছে না।অভিযোগ আইনজীবী ফিরদৌস শামীমের।


এসএসসি সেক্রেটারিকে নতুন করে তালিকা প্রকাশ করতে হবে বলে জানানো হয়েছে, যেখানে থাকতে হবে স্কুল ও বাবার নাম।২৯ ডিসেম্বরের মধ্যে সেই তালিকা ফের আপলোড করতে হবে।থাকতে হবে জন্মতারিখ রোল নং সহ যাবতীয় তথ্য।