নিজস্ব সংবাদদাতা : আবাস তালিকায় নাম রয়েছে পঞ্চায়েত প্রধানের স্বামী ও শাশুড়ি মায়ের। তারা বিশাল অট্টালিকায় থাকেন বলে খবর স্থানীয় সূত্রে। ঘটনাস্থল মালদহের চাঁচল। চাঁচল- ২ নম্বর ব্লকের জালালপুর।গ্রামের সাধারণ মানুষকে বঞ্চিত করে স্বজন পোষণের অভিযোগ প্রধানের বিরুদ্ধে।
যদিও প্রধানের দাবি, ২০১৮ সালে আবাস তালিকা তৈরি হয়েছিল। তিনি আবেদন জানাননি কখনোই। কোনোভাবে নাম চলে এসেছে বলে দাবি প্রধানের স্বামীর। নাম বাতিলের জন্য বিডিওর কাছে আবেদন জানানোর কথাও বলেন।