নিজস্ব সংবাদদাতাঃ কোভিড আশঙ্কার মাঝে শুক্রবার ভারত বায়োটেকের তৈরি ন্যাজাল ভ্যাকসিনের ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী, ওমিক্রনের উপ প্রজাতি বিএফ ৭ ঠেকাতে এই ন্যাজাল ভ্যাকসিনের ব্যবহার করা হয়।
আঠারোর্ধ্বদের বুস্টার ডোজ হিসেবে এই ন্যাজাল ভ্যাকসিন দেওয়া যাবে। আজ সন্ধে থেকেই কো-উইন অ্যাপে বুক করা যাবে ন্যাজাল ভ্যাকসিন। শুধু তাই নয়, বেসরকারি কেন্দ্রগুলিতেও মিলবে এই 'নিডল ফ্রি' টিকা। বিশেষজ্ঞরা দাবি করেছেন, একটি ইন্ট্রানাসাল ভ্যাকসিন শরীরের ইমিউনিটি নষ্টের চেষ্টার সময় ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে পারে।