New Update
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পিংলার নয়াতে শুরু হলো পটচিত্র মেলা ২০২২। গত দুই বছর কোভিড থাকায় সেইভাবে এই মেলা হয়ে ওঠেনি। মন খারাপ ছিল নয়ার ৩০০ জন পটশিল্পীদের। আর এই বছর এই মেলা হওয়াতে অনেকটাই খুশি পটশিল্পীরা। মেলা চলবে বেশ কয়েকদিন ধরে।
দেশ বিদেশ এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ হাজির হয় মেলাতে। চলে বেচাকেনা। গাছ পালার রং দিয়ে পটের বিভিন্ন চিত্র তুলে ধরে শিল্পীরা। চলে পট নিয়ে কর্মশালা। এই কদিন বেশ হাসিখুশিতে কাটে পটশিল্পীদের। বেচাকেনাও হয় যথেষ্ট। মেলার কয়েকদিন রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
এই পটচিত্র মেলার উদ্ধোধন করেন রাজ্যের মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভুঁইয়া, সবংয়ের প্রাক্তন বিধায়িকা গীতা রানী ভুঁইয়া ও পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক আয়েষা রানি।সঙ্গে ছিলেন পিংলা বিডিও, ওসি সহ অনান্য বিশিষ্ট অতিথি বর্গরা। নিজেদের হাত দিয়েই পটের কাগজে রং লাগান মন্ত্রী ও জেলাশাসক।
এই পটচিত্র মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভুঁইয়া, সবংয়ের প্রাক্তন বিধায়িকা গীতা রানী ভুঁইয়া ও পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক আয়েষা রানি।সঙ্গে ছিলেন পিংলা বিডিও, ওসি সহ অনান্য বিশিষ্ট অতিথি বর্গরা। নিজেদের হাত দিয়েই পটের কাগজে রং লাগান মন্ত্রী ও জেলাশাসক।
india
bengal
westbengal
pingla
news
anmnews
bengalinews
latestnews
breakingnews
Naya
ayesharani
importantnews
TRENDINGNEWSTODAY
Banglanews
BengaliNewsLive
samachar
newsupdates
dailynews
dailynewsupdate
patchitra
manshbhuiya