নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : খড়গপুরের 'খেলা শেষ'! অবশেষে, দোর্দণ্ডপ্রতাপ চেয়ারম্যান প্রদীপ সরকারকে সরাতে সক্ষম হলেন দলের ২১ জন (২৫ জনের মধ্যে) বিদ্রোহী কাউন্সিলর। পরতে পরতে নাটক আর টানটান উত্তেজনা শেষে, বুধবার সন্ধ্যায় (সাড়ে ৬ টা নাগাদ) প্রদীপ সরকারের ইস্তফা গৃহীত হয়। আর, তার মাত্র কয়েক মিনিটের মধ্যেই 'শুভস্য শীঘ্রম' বলে মাঠে নেমে পড়লেন মেদিনীপুর পৌরসভার 'বিদ্রোহী' কাউন্সিলররা! চেয়ারম্যান সৌমেন খানের 'বিরুদ্ধে' যুদ্ধ ঘোষণা করলেন একেবারে সরাসরি। এতদিন যা ছিল আড়ালে, আবডালে, তা চলে এলো প্রকাশ্যে! জানা গেল, ইতিমধ্যেই তৃণমূলের ২০ জন কাউন্সিলরের মধ্যে ১১ জন কাউন্সিলরের সই করা একটি 'অভিযোগপত্র' পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্য নেতৃত্বের কাছে। সূত্রের খবর, সেই চিঠি পৌঁছেছে এই মুহূর্তে দলের 'সেকেন্ড ইন কমান্ড' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও।
আর, জেলা নেতাদের কাছে তো গত কয়েকমাস ধরেই অভিযোগ জানাচ্ছিলেন এই ১১ জন কাউন্সিলর। তবে, এও জানা গেছে, কেবল এই ১১ জন নয়, আরও ৩-৪ জন কাউন্সিলরও নাকি চেয়ারম্যানের কাজকর্মে সন্তুষ্ট নন। তাঁরাও এই ১১ জনের দলে ভিড়তে চাইছেন! ঠিক যেমন খড়্গপুর পৌরসভার ক্ষেত্রে বিদ্রোহী কাউন্সিলদের সংখ্যাটা ১৮ থেকে বাড়তে বাড়তে ২১ এ পৌঁছে গিয়েছিল, মেদিনীপুর পৌরসভার ক্ষেত্রেও নাকি সংখ্যাটা ১৪'য় পৌঁছতে পারে! কোনো কারণে 'অনাস্থা' এলে বিরোধী দলের ৫ জন কাউন্সিলর-ও নাকি এই বিদ্রোহী কাউন্সিলদের সঙ্গেই থাকবেন বলে সূত্রের খবর।