নিজস্ব সংবাদদাতাঃ চীন বিনিয়োগ রক্ষা করার জন্য বেলুচিস্তানে ভিন্নমতাবলম্বীদের দমন করতে পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা করছে। পাকিস্তান সেনাবাহিনী ২০২২ সালের অক্টোবরের শেষের দিকে বেলুচিস্তানের বোলান পর্বতমালায় একটি বড় আকারের সামরিক অভিযান অপারেশন 'বোলান' শুরু করে। বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে বন্দী বিনিময় আলোচনার জন্য আল্টিমেটাম জারি করার পরে বোলানে এই অভিযান চালানো হয়েছিল। সূত্রে খবর, বেলুচিস্তানে কর্মরত চিনা কর্মীদের নিরাপত্তা ও নিরাপত্তা নিয়ে শেহবাজ শরিফ সরকারকে চাপ দিচ্ছিল চিন।