পৌষ উৎসবের প্রস্তুতি তুঙ্গে, প্রকাশ্যে এল অনুষ্ঠান-সূচি

author-image
Harmeet
New Update
পৌষ উৎসবের প্রস্তুতি তুঙ্গে, প্রকাশ্যে এল অনুষ্ঠান-সূচি

নিজস্ব সংবাদদাতা : পৌষ মেলা না হলেও, হবে পৌষ উৎসব। বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছিল, পরিস্থিতি স্বাভাবিক থাকলে পৌষ উৎসব আয়োজন করতে তাদের কোনও অসুবিধা নেই। সেই মতোই অনুষ্ঠানের নির্ঘণ্ট ঘোষণা করা হল।

রীতি মেনে বৃহস্পতিবার ৬ পৌষ রাত ৯ টায় গৌড় প্রাঙ্গণে হবে বৈতালিক।রাত সাড়ে ৯ টায় শান্তিনিকেতন গৃহে হবে সানাই।৭ পৌষ শুক্রবার গৌর প্রাঙ্গণে ভোর সাড়ে ৫ টায় রয়েছে বৈতালিক। শান্তিনিকেতন গৃহে সকাল ৬ টায় সানাই। সকাল সাড়ে ৭টায় ছাতিমতলায় উপাসনা। সন্ধ্যা ৬ টায় উদয়ন বাড়ি ও ছাতিমতলায় আলোকসজ্জা। সন্ধ্যা সাড়ে ছটায় গৌড় প্রাঙ্গণে বসবে লোকসংস্কৃতির আসর।৮ পৌষ শনিবার শান্তিনিকেতন গৃহে সকাল ৬ টায় সানাই। বিশ্বভারতী প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব ও নিদর্শন পত্র প্রদান রয়েছে আম্রকুঞ্জে সকাল সাড়ে আটটায়। কেন্দ্রীয় গ্রন্থাগারে দুপুর ৩ টের সময় রয়েছে মহর্ষি দেবেন্দ্রনাথ স্মারক বক্তৃতা। সন্ধ্যা ৬ টায় ছাতিমতলায় আলোকসজ্জা। সন্ধ্যা সাড়ে ৬টায় গৌড় প্রাঙ্গণে ভানুসিংহের পদাবলী। ৯ পৌষ রবিবার শান্তিনিকেতন গৃহে সকাল ৬ টায় সানাই। সকাল আটটায় আম্রকুঞ্জে পরলোকগত আশ্রম বন্ধুদের স্মৃতি বাসর। বৈকাল সাড়ে ৫টায় উপাসনা গৃহে খ্রিস্টোৎসব। একই সময়ে উপাসনা গৃহে হবে আলোকসজ্জা।