নিজস্ব সংবাদদাতাঃ কোভিড পরিস্থিতিতে কংগ্রেসের চলমান ভারত জোড়ো যাত্রা নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে চিঠি লিখে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য রাহুল গান্ধীকে লেখা চিঠিতে ভারত জোড়ো যাত্রা কর্মসূচিতে কোভিড বিধিনিষেধ মানার ওপর জোর দিয়েছেন। এই ঘটনাকে ঘিরে কেন্দ্রকে নিশানা করে চলেছে কংগ্রেস শিবির। এবার এই নিয়ে দিল্লিতে সংসদে মুখ খুললেন বিজেপি সাংসদ অরুণ সিং। তিনি জানিয়েছেন, 'আমরা রাজস্থানে আমাদের 'জন আক্রোশ যাত্রা' বন্ধ করে দিয়েছি। রাহুল গান্ধীর উচিৎ কোভিড গাইডলাইন মেনে চলা। মানুষের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ।'