বেসরকারি গাছ পাচার ঘিরে উত্তেজনে দুর্গাপুরে

author-image
Harmeet
New Update
বেসরকারি গাছ পাচার ঘিরে উত্তেজনে দুর্গাপুরে

হরি ঘোষ,  দুর্গাপুর : বহু মূল্যবান শাল ও সেগুন গাছ কেটে বিক্রি করে দেওয়ার কাজ হচ্ছিল দুর্গাপুরের নিউটাউনশীপ থানার অধীন এম.এ.এম.সি টাউনশিপের সিডি কালীবাড়ি সংলগ্ন একটি আবাসন থেকে।স্থানীয়রা বেআইনি গাছ পাচারের এই ঘটনা জানতে পেরে  জড়ো হয়ে যায় ঐ আবাসনের সামনে,ততক্ষনে দুটি গাছ কেটে নিচে নামিয়ে রেখেছিল দুষ্কৃতীরা।আচমকা স্থানীয়দের জড়ো হতে দেখে সবকিছু ফেলে পালিয়ে যায় তারা।খবর দেওয়া হয় স্থানীয় থানায়। ঘটনাস্থলে ছুটে আসে নিউটাউনশীপ থানার পুলিশ। আটক করা হয় আবাসনের মালিক গয়ারাম গোস্বামীকে। এই গয়ারাম গোস্বামী নিউটাউনশীপ থানার কালী মন্দিরের পূজারী।ঘটনাস্থল থেকেই স্থানীয়রা বন দফতরের খবর দেন,ছুটে আসেন দুর্গাপুর ডিভিশনের রেঞ্জ অফিসার,সহ পদস্থ আধিকারিকরা।