নিজস্ব সংবাদদাতাঃ টুইটারের পর ইলন মাস্কের নজরে টেসলা। নতুন বছরে টেসলার বহু কর্মী হারাতে চলেছেন কর্মসংস্থান। টুইটারের দায়িত্ব নেওয়ার পর সংস্থার আর্থিক মন্দায় হ্রাস টানতে চলতি বছরে বহু কর্মী ছাঁটাই করেছেন ইলন মাস্ক। টুইটারে কর্মী ছাঁটাই নিয়ে বহু সমালোচনার মুখেও পড়তে হয়েছে মাস্ককে। সমালোচনার মুখে এবার টেসলায় কর্মী ছাঁটাইয়ের খবর প্রকাশ্যে এসেছে। তবে কেবল কর্মী ছাঁটাই নয়। নতুন আর্থিক বছরে সংস্থায় বহু কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে টেসলা। জানা গিয়েছে, আগামী মাস থেকে শুরু হওয়া আর্থিক ত্রৈমাসিকে টেসলা পুরনো কর্মী ছাঁটাই এবং নতুন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার ১০% কর্মী ছাঁটাই করা হবে বলে জানা গিয়েছে।