নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনির একটি আদালতের ছোট্ট কক্ষে মাথায় পাগড়ি পরা বিচারকের সামনে হাঁটু গেড়ে বসে আছেন এক বয়স্ক ব্যক্তি। তাকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তিনি বিচারকের কাছে ক্ষমা প্রার্থনা করছেন। ৭৫ বছর বয়সী এই ব্যক্তি স্বীকার করেছেন প্রতিশোধ নিতে তিনি এক আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। কারণ তিনি শুনেছেন, তার শ্যালিকার সঙ্গে যৌন সম্পর্ক রয়েছে ওই ব্যক্তির। চোখের বদলে চোখ শরিয়াহ সাজার বিধান আদালতে পালন করার জন্য গত মাসে নির্দেশ দিয়েছেন তালেবানের সর্বোচ্চ নেতা। এই নির্দেশের পর প্রথমবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হল। আদালতের রায় অনুসারে, নিহত ব্যক্তির এক আত্মীয় মৃত্যুদণ্ড কার্যকর করেন।