নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেন যুদ্ধ নিয়ে মুখ খুলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিংয়ে রাশিয়ার ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া পার্টির চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের সঙ্গে বৈঠকে এনিয়ে কথা বলেন তিনি। তিনি জানান, 'তার দেশ আশা করে ইউক্রেন সংঘাতে সব পক্ষই সংযম বজায় রাখবে।' জানা গিয়েছে, সংযমের পাশাপাশি রাজনৈতিক উপায়ে নিরাপত্তা উদ্বেগ সমাধানেরও তাগিদ দেন শি জিনপিং। চীনা প্রেসিডেন্ট বলেন, "চীনা কমিউনিস্ট পার্টি এবং ইউনাইটেড রাশিয়া পার্টি তাদের পারস্পরিক যোগাযোগ আরও বাড়াতে পারে। দুই দল উভয় দেশের মধ্যে কৌশলগত সহযোগিতাকে আরও গভীর করার জন্য কাজ করতে পারে।"