সঞ্জয় লীলা বনশালিকে খোলা চিঠি দীপিকার

author-image
Harmeet
New Update
সঞ্জয় লীলা বনশালিকে খোলা চিঠি দীপিকার

​নিজস্ব সংবাদদাতাঃ  ২৫ বছর। নেহাত কম সময় নয়। এতটা সময় ধরে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সঞ্জয় লীলা বনশালী। প্রযোজনা হোক বা পরিচালনা, দীর্ঘ অভিজ্ঞতা তাঁর। এতগুলো বছরে তাঁর সঙ্গে মাত্র তিনটি ছবিতে কাজ করেছেন দীপিকা পাড়ুকোন। ‘পদ্মাবৎ’, ‘বাজিরাও মস্তানি’ এবং ‘গোলিও কি রাসলীলা রাম লীলা’। সেই অভিজ্ঞতা থেকেই সঞ্জয়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি। দীপিকা লিখেছেন, ‘৯ নভেম্বর, ২০০৭। আমার ডেবিউ ছবি ‘ওম শান্তি ওম’ মুক্তি পেয়েছিল। একই সঙ্গে মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা বনশালীর ‘সাওয়ারিয়া’। সে সময় আমি ভাবতাম সঞ্জয় লীলা বনশালীর নায়িকা হওয়ার মতো ভাল হয়তো আমি নই। ফাস্ট ফরোয়ার্ড করে ২০২১ সালে চলে যাই। তখন আমি অসুস্থ, শয্যাশায়ী। আমার ম্যানেজমেন্ট টিম বলল, সঞ্জয় লীলা বনশালী একটা ছবি তৈরি করবেন। উনি তোমার সঙ্গে দেখা করতে চান। আমি অবাক হয়ে বলেছিলাম, কী! দেখা করার ইচ্ছে থাকলেও বিছানা ছেড়ে উঠতে পারিনি। তখন শুনলাম সঞ্জয় আমার সঙ্গে দেখা করতে আসছেন।’