ছাঁটাই পোগবা

author-image
Harmeet
New Update
ছাঁটাই পোগবা

নিজস্ব সংবাদদাতাঃ সম্ভাবনা সত্যি করে ছেঁটে ফেলা হল পোগবাকে। অনেক আশা নিয়ে চলতি মরসুমের জন্য ফরাসি তারকা পোল পোগবার দাদা ফ্লোরেন্টিন পোগবাকে দলে নিয়েছিল এটিকে মোহন বাগান।

 


কিন্তু চোটের কারণে বেশিরভাগ সময় মাঠের বাইরে কাটিয়েছেন তিনি। বাগান থেকে পোগবার বিদায় যে নিশ্চিত তা আগেই অনুমান করা গিয়েছিল। সেটাই সত্যি হল শেষ পর্যন্ত।