New Update
নিজস্ব সংবাদদাতা : ডিসেম্বর ডেডলাইন নিয়ে সুর বদল শুভেন্দুর। বাংলায় ভোটে জিতেই বিজেপি ক্ষমতায় আসবে বলে সুর চড়ান তিনি। বলেন, বিধায়ক ভাঙিয়ে নয় বাংলায় ভোটে জিতেই ক্ষমতায় আসবে বিজেপি।বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশের মতো বাংলায় বুলডোজার চালাবে।কাঁথির সভা থেকে ডিসেম্বর ডেডলাইন নিয়ে ব্যাখ্যা রাজ্যের বিরোধী দল নেতার। আর এরই পাল্টা দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, 'জানুয়ারিতেই শুভেন্দুকে বদল। ডেটলাইন বলতে গিয়ে নিজের ডেডলাইন করে দিয়েছে শুভেন্দু।'
শুভেন্দু পাল্টা দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষও। বিজেপি নেতা কুৎসার রাজনীতি করছেন বলে সুর চড়ান তিনি। বলেন, 'খারাপ কথা বলছে শুভেন্দু, কিন্তু আসল বিষ দিলীপ। এজেন্সির হাত থেকে বাঁচতে দিল্লি গেছিল শুভেন্দু। সিবিআই-ইডি থেকে শাহের দ্বারস্থ হয়েছিল।'
latestnews
suvenduadhikari
kathi
bengalinews
breakingnews
importantnews
westbengal
dailynewsupdate
dailynews
newsupdates
samachar
BengaliNewsLive
Banglanews
TRENDINGNEWSTODAY
kunalghosh
anmnews
news
bengal
india
madanmitra
bjp
tmc