নিজস্ব সংবাদদাতাঃ বিভিন্ন ইস্যুকে ঘিরে যখন উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যসভা, লোকসভা, ঠিক তখনই বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, 'লোকসভা বেপরোয়া রাজনীতি করার জায়গা নয়।'
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার কংগ্রেস সদস্য গৌরব গগৈয়ের অভিযোগ করেন, 'আপনারা বার বার আমাদের উপর নজরদারি করেন, আমাদের ফোনে এবং সাংবাদিকদের ফোনে পেগাসাস ইনস্টল করেন।' এরপরেই অমিত শাহ হুঁশিয়ারি দেন, 'আগে প্রমাণ করুন তারপর কথা বলুন। আর লোকসভাটি বেপরোয়া রাজনীতি করার জায়গা নয়।'