তৃণমূল কর্মীকে গলা টিপে খুনের চেষ্টার মামলা : অভিযোগকারীর বয়ান রেকর্ড করেনি পুলিশ!

author-image
Harmeet
New Update
তৃণমূল কর্মীকে গলা টিপে খুনের চেষ্টার মামলা : অভিযোগকারীর বয়ান রেকর্ড করেনি পুলিশ!

নিজস্ব সংবাদদাতা : অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলায় ৩ দিন পরেও অভিযোগকারীর বয়ান পুলিশ রেকর্ড করেনি। এমনই অভিযোগ করলেন অভিযোগকারী শিবঠাকুর মণ্ডল। বিধানসভা নির্বাচনের আগে তাকে গলা টিপে খুনের চেষ্টা সহ মারধর করা হয় বলেও অভিযোগ।

অনুব্রতর নিরাপত্তারক্ষী উপস্থিত থাকলেও তিনি নির্বিকার ছিলেন বলে অভিযোগ ওই তৃণমূল নেতার। অভিযোগকারীর দাবি,ওই নিরাপত্তা রক্ষী সায়গল হোসেন নন।