নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ মা-শিশুদের স্বাস্থ্য সুরক্ষার কাজ সামলে ক্রীড়া প্রতিযোগিতায় এখনও নিজেকে তুলে ধরেছেন ৫৭ বছর বয়সী মহিলা। এবার তিনি ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক্স মিটে অংশ নেবেন। গত ১৭-১৮ ডিসেম্বর মাস্টার্স অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া আয়োজনে স্টেট মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হল ঝাড়গ্রাম স্টেডিয়ামে। বিভিন্ন জেলার প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন। সেখানে দৌড় প্রতিযোগিতার ৪০০ মিটার বিভাগে প্রথম, ২০০ এবং ১০০ মিটার বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেন মেদিনীপুরের শহরের নেতাজী নগরের বাসিন্দা রেখা সাহু। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসে কলকাতায় অনুষ্ঠিত হতে পারে ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক্স মিট। সেই প্রতিযোগিতায় অংশ নেবেন তিনি। ঘর-সংসার সামলে স্বাস্থ্যকর্মীর কাজেও তিনি যুক্ত। বাড়ি থেকে অনেকটা দূরে কেশপুর ব্লকে স্বাস্থ্য কর্মীর কাজ করেন। সেইসব সামলে অনুশীলন করে গিয়েছেন। তবু তার আক্ষেপ অনুশীলনে ঠিকমতো সময় দিতে না পারায়। তাহলে আরও দুটো বিভাগেও তিনি প্রথম হতে পারতেন। রেখা সাহু বলেন, "বাড়ি থেকে স্বাস্থ্য কেন্দ্রের দূরত্ব একটু কম হলে অনুশীলনে আরও সময় দেওয়া যেত।" প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য কয়েকমাস ধরে প্রশিক্ষক সুব্রত পানের কাছেই তিনি অনুশীলন করছেন। তার এই সাফল্যে অনেকেই অনুপ্রাণিত হবেন বলে আশাবাদী প্রশিক্ষক নিজেও।