নিজস্ব সংবাদদাতাঃ থাইল্যান্ডের নৌবাহিনীর ডুবে যাওয়া যুদ্ধজাহাজের ছয় ক্রুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দেশটির নৌবাহিনী এই তথ্য জানিয়েছে। তবে জাহাজটির নিখোঁজ ২৩ নাবিকের খোঁজে উদ্ধার অভিযান চলমান রয়েছে। সব মিলিয়ে জাহাজটির ৭৬জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। সূত্রে খবর, নিখোঁজ অনেকের লাইফ জ্যাকেট নেই।