নিজস্ব সংবাদদাতাঃ বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে আলোচনা ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানা গিয়েছে, বৈঠকে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে একমত হয়েছেন দুই নেতা। পুতিনের বিশ্বাস, মস্কো ও মিনস্ক উভয়েই পশ্চিমা নিষেধাজ্ঞা এবং রাশিয়া ও বেলারুশের মধ্যে বিভেদ ঘটানোর অপচেষ্টাকে সফলভাবে প্রতিহত করেছে। রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আমাদের অর্থনীতিতে অবৈধ বিধিনিষেধের প্রভাব কমানোর জন্য আমাদের পদক্ষেপগুলোর সমন্বয় করছি। বেশ বিশ্বাসযোগ্য এবং কার্যকরভাবে এটি করছি আমরা।’