নিজস্ব সংবাদদাতা: শক্তি বাহিনী সমাজসেবী সংস্থার উদ্যোগে মঙ্গলবার কেশপুরের গোলাড় সুশীলা বিদ্যাপীঠের কন্যাশ্রী ক্লাবের সদস্যাদের নিয়ে এক বিশেষ প্রশিক্ষণ শিবির। পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে প্রতিনিয়ত হচ্ছে নাবালিকার বিয়ে! কিন্তু সে জায়গায় কন্যাশ্রী ক্লাবের নজর এড়ায়নি। গোলাড় সুশীলা বিদ্যাপীঠ এর কন্যাশ্রী ক্লাব বরাবরই নাবালিকা মেয়েদের বিয়ে রুখে দিয়েছে। আর তাদেরই বীর কৃতিত্বের জন্য "বীরাঙ্গনা" পুরস্কারও পেয়েছেন রাজ্য সরকারের পক্ষ থেকে। আর সেই জন্যই শক্তি বাহিনী নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এর পক্ষ থেকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হল গোলাড় সুশিলা বিদ্যাপীঠের কন্যাশ্রী ক্লাবের সদস্যাদের। শক্তি বাহিনী নামে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় যাতে বাল্যবিবাহ না হয়, শিশুশ্রম না করায়, পক্সো যেগুলি ঘটে অথচ পুলিশ এফআইআর নেয় না এই সমস্ত কাজে সহযোগিতা করে আসছে এই সংগঠনটি। আর সেই সংগঠনের পক্ষ থেকে এদিন কন্যাশ্রী ক্লাবের সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি তাদের পাশে থাকার ও আশ্বাস দিয়েছেন।