কেউ বাদ নয় Indian Idol season 12 এ

author-image
Harmeet
New Update
কেউ বাদ নয় Indian Idol season 12 এ

​নিজস্ব সংবাদদাতাঃ রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল Indian Idol season 12 এর সেমিফিনালে। কিন্তু তাজ্জবের বিষয় হল বাদ পড়লেন না কেউ ই। প্রতিযোগীদের গান শুনে এতটাই মুগ্ধ বিচারকরা যে শেষ মুহুর্তে কাউকেই বাদ দিতে পারলেন না।  অনুষ্ঠানের শেষ ছয় প্রতিযোগী হলেন পবনদীপ রাজন, অরুনিতা কাঞ্জিলাল, সন্মুখাপ্রিয়া, নীহাল তাউড়া, মহম্মদ দানিশ এবং সায়লি কাম্বলে। প্রত্যেকের দুর্ধর্ষ পারফরম্যান্সে মুগ্ধ হয়ে যান বিচারকেরা।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন পরিচালক কর্ণ জোহর। তিনি প্রত্যেকের ট্যালেন্ট দেখে একপ্রকার বাকরুদ্ধ হয়ে গেছিলেন। তাঁরা প্রত্যেকেই কর্ণ জোহরের ব্লকবাস্টার হিট ছবির গান গেয়ে শোনান তাঁকে। মুগ্ধ পরিচালক প্রত্যেক প্রতিযোগীর ভূয়সী প্রশংসা করেন। শো চলাকালীন তাঁর ছবির বিভিন্ন মজার মুহূর্তও ভাগ করে নিচ্ছিলেন তিনি। সব মিলিয়ে বেশ জমজমাট ছিল সেমি ফাইনাল পর্ব। গ্র্যান্ড ফাইনালে পর্বে এই ছয় জন প্রতিযোগীই অংশ নেবেন। অনুষ্ঠানের শেষ পর্ব অনুষ্ঠিত ১৫ অগাস্ট, টানা ১২ ঘণ্টা ধরে।