নিজস্ব সংবাদদাতা: করের নোটিশ পেল তাজমহল! আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে জল ও সম্পত্তি কর চেয়ে পাঠালো আগ্রা মিউনিসিপ্যালিটি। ASI সুপারিনটেনডেন্ট প্রত্নতত্ত্ববিদ রাজ কুমার প্যাটেল এই নোটিশের বিষয়ে জানিয়েছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, সম্পত্তি কর হিসাবে ১.৪০ লক্ষ টাকা এবং জল কর বাবদ ১ কোটি টাকারও বেশি চেয়ে পাঠানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থবর্ষের জন্য এই নোটিশগুলি পাঠানো হয়েছে। মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ ASI-কে জানিয়েছে যে, সময় মতো বকেয়া কর পরিশোধ না করলে সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।
রাজকুমার প্যাটেল জানান, এই প্রথম তাঁরা এমন করের নোটিশ পেলেন। তাঁর ধারণা, কোনওভাবে ভুল করে মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ এটি পাঠিয়ে ফেলেছে। কারণ স্মৃতিস্তম্ভগুলিকে কখনই কোনও কর দিতে হয় না। তিনি বলেন, যেহেতু এই সম্পত্তির কোনও বাণিজ্যিক ব্যবহার নেই, সেহেতু সম্পত্তি করেরও কোনও প্রশ্নই ওঠে না।