'ছলে বলে অনুব্রতর দিল্লি যাত্রা আটকানোর কৌশল তৃণমূলের,' খোঁচা বিরোধীদের

author-image
Harmeet
New Update
'ছলে বলে অনুব্রতর দিল্লি যাত্রা আটকানোর কৌশল তৃণমূলের,' খোঁচা বিরোধীদের

নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার ২০২১ সালের একটি মামলায় বীরভূমের দুবরাজপুর আদালতে তোলা হয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। আর এই নিয়েই তৃণমূলকে খোঁচা দিলেন বিরোধীরা। বিরোধীদের দাবি, অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা রুখতে নতুন কৌশল তৃণমূলের। 




বিজেপি নেতা রাহুল সিনহার দাবি, 'অনুব্রতকে বাঁচাতে মরিয়া তৃণমূল।' অন্যদিকে বরিষ্ঠ বাম নেতা সুজন চক্রবর্তীর খোঁচা, 'ছলে বলে অনুব্রতর দিল্লি যাত্রা আটকানোর কৌশল তৃণমূলের।'