নিজস্ব সংবাদদাতাঃ ফ্যান্টা দিয়ে ডিমের অমলেট! এমন রেসিপি খাওয়ার কথা তো দূরে থাক, বানানোর কথাও ভাববেন না কেউ। কিন্তু সুরাটের একটি ফুড স্টলে রমরমিয়ে বিক্রি হয় এই অদ্ভুত পদ। দোকানদার বলছেন, ‘পাবলিক ডিম্যান্ড’- ই নাকি ফ্যান্টা দিয়ে অমলেট তৈরির অন্যতম কারণ। শুধু ফ্যান্টা নয়, থাম্বস-আপ, কোকাকোলা, স্প্রাইট- এইসব ঠাণ্ডা পানীয় দিয়েও নাকি ডিমের অমলেট তৈরি হয় সুরাটের ওই দোকানে। সম্প্রতি ফ্যান্টা দিয়ে অমলেট তৈরির একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তা দেখে নেটিজ়েনরা এতই অবাক হয়েছেন যে তাঁরা বলছেন, এমন অদ্ভুত রেসিপি দেখে ঠিক কী বলা উচিত সেটাই বুঝতে পারছেন না। অনেকে অবশ্য এই রেসিপি বানানোর প্রয়াস করবেন বলেছেন। তবে আর একদল নেটিজ়েন অবশ্য সাফ জানিয়ে দিয়েছে এমন আজব খাবার মোটেও চেখে দেখতে রাজি নন তাঁরা।