নিজস্ব সংবাদদাতাঃ মিনস্ক সফর শেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, 'রাশিয়া ও বেলারুশ উভয় দেশ পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব কমাতে ঘনিষ্ঠভাবে কাজ করছে।' বেলারুশের প্রধানমন্ত্রী আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, 'রাশিয়া ও বেলারুশের বিরুদ্ধে অবৈধ পদক্ষেপ ও নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে দুই দেশ একসঙ্গে কাজ করছে এবং এ বিষয়ে অত্যন্ত আস্থার সঙ্গে কাজ করছে।' লুকাশেঙ্কো বলেন, "যেহেতু সমষ্টিগত পাশ্চাত্য আমাদের দিকে কুৎসিত মাথা তুলে ধরেছে, তাই আমাদের অবশ্যই প্রচেষ্টার সমন্বয় সাধন করতে হবে।" লুকাশেঙ্কো বলেন, 'রাশিয়া আমাদের ছাড়া করতে পারে, কিন্তু আমরা রাশিয়াকে ছাড়া করতে পারি না।'