নিজস্ব সংবাদদাতাঃ তিন বছরেরও বেশি সময় পর সোমবার প্রথমবারের মতো বেলারুশ সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। সমালোচকরা বলছেন, বৈঠকে ইউক্রেন যুদ্ধে আরও সক্রিয় ভূমিকা নিতে বেলারুশকে চাপ দেবেন পুতিন। তবে এমন সমালোচনা নাকচ করে দিয়েছে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র পেসকভ বলেছেন, প্রেসিডেন্ট পুতনি কর্তৃক বেলারুশকে চাপ দেওয়া সংক্রান্ত যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেগুলো ‘ভিত্তিহীন’। জানা গিয়েছে, দুই নেতার আলোচনা নিরাপত্তা ইস্যুর বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন দুই প্রেসিডেন্ট।