নিজস সংবাদদাতাঃ কোভিড বিধিনিষেধ শিথিলের পর চীনে করোনায় প্রথম মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার রাজধানী বেইজিংয়ের কর্তৃপক্ষ দুই জনের মৃত্যুর খবর দেওয়ার পর লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোভিডের ভয়ে রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়ে। জানা গিয়েছে, চীনে টিকা নেয়নি এমন লাখ লাখ মানুষ সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। বিক্ষোভের মুখে এ মাসেই কঠোর কোভিড নীতি শিথিলের উদ্যোগ নেয় চীনা কর্তৃপক্ষ। তবে এমন সময়ে এই উদ্যোগ নেওয়া হয় যখন দেশটিতে দৃশ্যত সংক্রমণ বাড়ছে। হাসপাতালগুলোতে পরীক্ষার জন্য জ্বর আক্রান্ত রোগীদের দীর্ঘ লাইন দেখা গেছে।