আগামী ১০০০ বছরে আরও একটা মমতা ব্যানার্জী দেশে নতুন করে আসবে না: ডাঃ নির্মল মাজি

author-image
Harmeet
New Update
আগামী ১০০০ বছরে আরও একটা মমতা ব্যানার্জী দেশে নতুন করে আসবে না: ডাঃ নির্মল মাজি


 নিজস্ব সংবাদদাতা:

প্রগতিশীল ডক্টর অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল গত শনিবার। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডাঃ নির্মল মাজি বলেন, 'যতই কুৎসা অপপ্রচার ঘটাক আগামী ১০০০ বছরে আরও একটা মমতা ব্যানার্জী দেশে নতুন করে আসবে না ।' মমতা ব্যানার্জি সরকার আসার পরই শুরু হয় এই অ্যাসোসিয়েশন। প্রতি ২ বছর অন্তর এই সভা অনুষ্ঠিত হয়ে থাকে, কিন্তু করোনা মহামারীর কারণে বিগত তিন বছর পর এদিন অনুষ্ঠিত হল এই বার্ষিক সভা। আর এই সভাতেই ঠিক হল কোন কোন চিকিৎসকরা থাকবেন প্রগতিশীল ডক্টর অ্যাসোসিয়েশনের পরিচালনমণ্ডলীতে। এই অনুষ্ঠানে ঠিক হয় প্রগতিশীল ডক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি হবেন ডাঃ নির্মল মাজি। দেখে নিন তালিকা...




উপদেষ্টা মণ্ডলী- ডাঃ মানস রঞ্জন ভূঁইয়া, ডাঃ সুদীপ্ত রায়, ডাঃ শশী পাঁজা, ডাঃ তরুণ অধিকারী, ডাঃ সুদর্শন ঘোষ দস্তিদার, ডাঃ   উমা সোরেন।




সভাপতি-ডাঃ নির্মল মাজি।





 

মহাসচিব- ডাঃ শান্তনু সেন।



সাধারণ সম্পাদক- ডাঃ সাক্ষী গোপাল সাহা ।

 

সহ সভাপতি- ডাঃ অভিজিৎ ভক্ত, ডাঃ সুশান্ত রায়, ডাঃ সোমনাথ ঘোষ, ডাঃ কাশিম, ডাঃ প্রদীপ নিমানী, ডাঃ অসিত চক্রবর্তী, ডাঃ কাজল ভট্টাচার্য, ডাঃ ব্রজগোপাল চ্যাটার্জী, ডাঃ প্রদ্যুৎ কর মহাপাত্র, ডাঃ দেবাশিস দত্ত, ডাঃ আসিফ ইকবাল, ডাঃ সৌমিত্র ঘোষ,জোনাকি দে সরকার,
ডাঃ সপ্তর্ষি ব্যানার্জী, ডাঃ রানা চ্যাটার্জি, ডাঃ খগেন্দ্র নাথ মুর্মু, ডাঃ তপন গিরি, ডাঃ তাপস চক্রবর্তী, ডাঃ শ্যামল মুখার্জি, ডাঃ মোশারফ হোসেন প্রমুখ।




সম্পাদক মণ্ডলী- ডাঃ সুব্রত মণ্ডল, ডাঃ কৌশিক বিশ্বাস, ডাঃ রঞ্জন ভট্টাচার্য, ডাঃ জয়মাল্য ধর, ডাঃ কৃপা সিন্ধু সাহা,ডাঃ বীরেন সরকারডাঃ সুস্মিতা সরকার


জয়েন্ট সেক্রেটারি-ডাঃ শিবব্রত ব্যানার্জী, ডাঃ অনির্বান দোলুই, ডাঃ রাজু বিশ্বাস, ডাঃ অজয় মণ্ডল, ডাঃ মহম্মদ মিরাজউদ্দিন, ডাঃ রৌনক হাজারী, ডাঃ পার্থপ্রতিম মণ্ডল, ডাঃ উজ্জ্বল বিশ্বাস, ডাঃ পারমিতা গোস্বামী, ডাঃ তনুশ্রী মণ্ডল, ডাঃ সুহৃদ মল্লিক, ডাঃ কৌশিক মুখার্জি, ডাঃ দেবাশিস দেবাংশি, ডাঃ বিশ্বজিৎ মণ্ডল প্রমুখ।



 অ্যাসিস্টেন্ট সেক্রেটারি- ডাঃ সৌরভ পাল, ডাঃ অরিজিৎ মান্না, ডাঃ শিল্পা বসু রায়, ডাঃ অভিক দে, ডাঃ দেবাশিস মাল, ডাঃ আবু মহঃ মুস্তাক, ডাঃ মুস্তাফা মল্লিক, ডাঃ নজরুল, ডাঃ আহমেদ আলি আনসারি, ডাঃ অমৃতেশ মাজি, ডাঃ তথাগত রায় চৌধুরী, ডাঃ সায়ন রায়, ডাঃ প্রতীতি ভট্টাচার্য, ডাঃ উমা মুখার্জী প্রমুখ।



কোষাধ্যক্ষ- ডাঃ সঞ্জয় সাউ।


অফিস সেক্রেটারি- ডাঃ সুমন মুখার্জী।


 এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়। মোট ১৮৪৩ জনের সামনে এই নামগুলি প্রস্তাবিত হয়। প্রদীপ উজ্জ্বলন করেন ডাঃ মানস রঞ্জন ভূঁইয়া। এদিন সভাপতি নির্মল মাজির সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী সায়নী ঘোষ, ডাঃ শান্তনু সেন, এনআরএস মেডিকেল কলেজের ডিন ও প্রমুখ।

কিছু চিকিৎসক, বিধায়ক, জুনিয়র দাক্তার এবং প্রতিটি জেলার সভাপতিরা এই এক্সেকিউটিভ কমিটির প্রস্তাবে রয়েছেন। এই পূর্ণাঙ্গ প্রস্তাবিত কমিটির অনুমোদনের জন্য অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সেন মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে পাঠানো হচ্ছে।