নিজস্ব সংবাদদাতাঃ বিশ্বকাপ হাতে তুলে দেওয়ার আগে কাতারের রাজা লিয়োনেল মেসিকে পরিয়ে দিলেন কালো রঙের আলখাল্লা। ট্রফি দেওয়ার আগে মেসিকে কেন আলখাল্লা পরালেন রাজা শেখ তামিম বিন হামাদ আল থানি , তা নিয়ে তৈরি হয়েছে কৌতুহল। বিশেষ সম্মান জানানোর জন্য আমারা যেমন উত্তরীয় পরিয়ে থাকি তেমনই আরব দেশে আলখাল্লা একটি বিশেষ পোশাক। এই আলখাল্লা আরব দেশগুলির আভিজাত্যের প্রতীক বলেও মনে করেন অনেকে। বিশ্বজয়ী অধিনায়ককে প্রায় ৯০ হাজার মানুষের সামনে সম্মানিত করেন রাজা শেখ তামিম বিন হামাদ আল থানি। সেই বিশ্ত গায়ে দিয়ে ফিফা সভাপতির হাত থেকে বিশ্বকাপ ট্রফি নেন মেসি। সেটা পরেই সতীর্থদের সঙ্গে বিশ্ব জয়ের উৎসবেও মাতেন তিনি।