নিজস্ব সংবাদদাতা : আদালত পড়ুয়াদের জন্য চিন্তিত বলে শিক্ষক মামলায় মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।প্রাথমিক স্কুলের পড়ুয়া-শিক্ষক অনুপাত ও পড়ানোর মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। সেইসঙ্গে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের ইচ্ছাপ্রকাশও করেন।বলেন, 'প্রাথমিক স্কুলের পঠনপাঠন দেখতে যাব, যেকোনো দিন স্কুলে যাব।'পুরুলিয়ার ঘোড়াশূল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি মামলায় এমনই মন্তব্য করলেন বিচারপতি। তিনি স্পষ্ট জানান, রাজ্যকে ছাত্র ও শিক্ষকের অনুপাত জানাতে হবে। তারপর আদালত বদলির নির্দেশ দেবে।
তিনি বলেন, 'শিক্ষকদের সুযোগ সুবিধার অধিকার থাকলে ছাত্রদেরও অধিকার রয়েছে।বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রয়েছে শিক্ষকদের।ছাত্রদেরও উপযুক্ত শিক্ষার অধিকার রয়েছে।'