নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার ওপর আরও চাপ সৃষ্টি করতে নবম দফার নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর আওতায় মস্কোর ২০০ রাজনৈতিক ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করা হচ্ছে। এমন পদক্ষেপে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, 'মস্কোর বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের সবশেষ নিষেধাজ্ঞার প্যাকেজ, জোটের অভ্যন্তরীণ সমস্যাকে আরও বাড়িয়ে তুলবে।' প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ ও মুখপাত্র জাখারোভা আরও বলেন, ‘পূর্বের সব নিষেধাজ্ঞার মতো ইইউ’র আর্থ-সামাজিকের ওপর একই ধরনের প্রভাব ফেলবে।’ জাখারোভা বলেন, 'পূর্বে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, বিপরীতে ইউরোপকে জ্বালানি সংকট ও উচ্চ মুদ্রাস্ফীতির দিকে নিয়ে গেছে। জোটের অনেক কোম্পানি তাদের উৎপাদন অন্য জায়গায় স্থানান্তরে পরিকল্পনা করতে বাধ্য হয়েছে। এতে মহাদেশটি অর্থনৈতিক সংকটে পড়েছে। মস্কোর ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা- আফ্রিকা, এশিয়া এবং লাতিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলোও ক্ষতির মুখে পড়ছে।'