নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগ্রাসন নরকের দরজা খুলে দিয়েছে। রবিবার এমন মন্তব্য করেছেন অ্যাংলিকান খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু ক্যান্টারবারির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি। ইউক্রেনের বুচা শহরে গণকবরের আকার, সেখানকার মানুষের সঙ্গে খুন, ধর্ষণের মতো যেসব ঘটনা ঘটেছে সেগুলোর বিভৎসতা নিয়ে নিজের উদ্বেগের কথা জানান তিনি। তিনি বলেন, 'এই আগ্রাসনে মানুষের হৃদয়ের যন্ত্রণা ইউক্রেনের ভৌগোলিক সীমানাকে ছাড়িয়ে গেছে।' তিনি বলেন, 'এই আগ্রাসনকে কেন্দ্র করে মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট, মানুষের দুর্ভোগ, ওষুধের ঘাটতির মতো যাবতীয় মন্দ দিকগুলো সামনে এসেছে।' ইউক্রেন থেকে রুশ বাহিনী প্রত্যাহার এবং যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত সমঝোতার পথে অগ্রগতি অর্জন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।