নিজস্ব সংবাদদাতাঃ রবিবারের সন্ধ্যাকে স্মরণীয় করে রাখতে চাইছেন কাতারে বিশ্বকাপ আয়োজনকারী কর্তৃপক্ষ। মাঠে লিওনেল মেসি বনাম কিলিয়ান এমবাপের দ্বৈরথ শুরু হওয়ার আগে ফুটবল অনুরাগীদের মধ্যে উষ্ণতা বাড়াবেন এক ঝাঁক তারকা। ফিফার পক্ষ থেকে সামাজিক মাধ্যমে লেখা হয়েছে, "রবিবার একটি স্মরণীয় সন্ধ্যা হতে চলেছে। সাউন্ডট্র্যাক তারকা ডেভিডো, আয়েশা, ওজুনা এবং গিমস, নোরা ফাতেহি, বলকিস, রাহমা রিয়াদ এবং মানাল কাতারে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে লাইভ পারফর্ম করবেন।"