নিজস্ব সংবাদদাতা: ফিজিতে সংসদীয় অচলাবস্থা তৈরি হয়েছে। রবিবার ফিজি নির্বাচনে ভোট গণনা শেষ হয়েছে। তবে জানা যাচ্ছে ভোট গণনার পর কোনও দলই সম্পূর্ণভাবে জয় লাভ করতে পারেনি। ফিজিতে লড়াই চলছিল প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক বাইনিমারামা এবং তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সিটিভেনি রাবুকার দলের মধ্যে। তবে ২ টি দলই সরকার গড়ার জন্য প্রয়োজনীয় আসনে জয়লাভ করতে পারেনি বলে জানা গিয়েছে।
৫৫ টি আসনের মধ্যে ২৬ টি আসনে জয় পেয়েছে ফ্রাঙ্ক বাইনিমারামার দল। অপরদিকে সিটিভেনি রাবুকার দল ২১ টি আসনে জয় পেয়েছে। এছাড়াও অন্য দুই নেতা বিমান প্রসাদের দল ৫ টি আসন এবং ভিলিয়াম গাভোকার দল ৩ টি আসনে জয় পেয়েছে। ফলে আলাপালোচনা মাধ্যমে সরকার গড়ার পথে হাটছে ফ্রাঙ্ক বাইনিমারামা এবং সিটিভেনি রাবুকা।