নিজস্ব সংবাদদাতা: লালন শেখের মৃত্যুর পর এবার তার বাড়িতে গেলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। লালন শেখের স্ত্রী রেশমা বিবির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। প্রায় ২০ মিনিট লালনের বাড়িতে ছিলেন শতাব্দী রায়।
শতাব্দী রায়ের কাছে সিবিআইয়ের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন রেশমা বিবি। ঘর থেকে ৫০ হাজার টাকা ও সোনার গহনা খোয়া যাওয়ার কথাও শতাব্দী রায়কে জানান রেশমা বিবি। সম্পূর্ণ বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানোর আশ্বাস দিয়েছেন শতাব্দী।