বড়দিনের সঙ্গে মোজার কি সম্পর্ক?

author-image
Harmeet
New Update
বড়দিনের সঙ্গে মোজার কি সম্পর্ক?

নিজস্ব সংবাদদাতা: বড়দিনের রাতে মোজা ঝোড়ানোর রীতি যুগ যুগ ধরে চলে আসছে। আর এই মোজা ঝোলার নেপথ্যে রয়েছে এক কাহিনী। মনে করা হয়, একবার এক গরীব মানুষের তিনটি মেয়ে ছিল। কিন্তু এই মেয়েদের বিয়ে দেওয়ার মতো আর্থিক সঙ্গতি ছিল না ওই ব্যক্তির। 





বড়দিনের রাতে তাঁকে সাহায্য করার জন্য নাকি সেন্ট নিকোলাস এক ব্যগ সোনা তাঁর বাড়ির চিমনির মধ্যে দিয়ে ফেলে দেন। সেই ব্যাগ ভর্তি সোনা চিমনির কাছে ঝুলিয়ে রাখা মোজার মধ্যে গিয়ে পড়ে। সেই থেকেই মানুষ বড়দিনের রাতে মোজা ঝুলিয়ে রাখার রীতি শুরু হয়।