নিজস্ব সংবাদদাতাঃ এক সময়ে ভালো সম্পর্ক থাকলেও বর্তমানে যে নীতীশ কুমার ও ভোটকুশলী প্রশান্ত কিশোরের মধ্যে আদায় কাঁচকলায় সম্পর্ক হয়ে গিয়ে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। প্রতিনিয়ত কিছু না কিছু ইস্যুকে ঘিরে চলছে একে অপরকে আক্রমণের পালা। এরই মাঝে এবার বিহারের মুখ্যমন্ত্রীর পদে লালু যাদব পুত্র তেজস্বী যাদবকে দেখতে চাইলেন পিকে। তিনি বলেন, ' তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত করার জন্য ২০২৫ সাল পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই। তাদের জোটে আরজেডির সবচেয়ে বড় অংশ রয়েছে, নীতীশ কুমারের উচিত তাঁকে মুখ্যমন্ত্রী করা। এর ফলে তেজস্বী ৩ বছর ধরে কাজ করার সুযোগ পাবেন এবং জনগণ তার পারফরম্যান্সের ভিত্তিতে ভোট দেওয়ার সুযোগ পাবে।'