New Update
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : একগুচ্ছ সাংগঠনিক কর্মসূচিতে যোগ দিতে দুদিনের পূর্ব মেদিনীপুর সফরে এলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি যুবিন ইরানি। এদিন দুপুর ১ টা নাগাদ কাঁথি এসে পৌঁছলেন তিনি। দেশের যেসব লোকসভা কেন্দ্রে বিজেপি কখনো জেতেনি সেইসব কেন্দ্রে রাত্রি বাস করবেন কেন্দ্রীয় যেকোনো মন্ত্রী। এই পরিকল্পনার অঙ্গ হিসেবে শনিবার পূর্ব মেদিনীপুর এসে পৌঁছেছেন স্মৃতি জুবিন ইরানি। বিজেপির বিভিন্ন শাখা সংগঠনকে নিয়ে ও বিজেপির কর্মকর্তাদের নিয়ে এই দু'দিনে একাধিক বৈঠক করবেন তিনি।
আগামীকাল ঘুরে দেখবেন কাঁথির বিভিন্ন এলাকা। সেখানে স্থানীয় মানুষজনের সাথে কথা বলবেন তিনি। কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি মানুষের কতটা উপকারে লাগছে তা জানার চেষ্টা করবেন কেন্দ্রীয় সরকারের শিশু ও নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী স্মৃতি ইরানি। এদিন সন্ধ্যায় স্থানীয় নাচিন্দা মন্দিরে যাবেন এবং আগামীকাল দুপুরে মধ্যাহ্নভোজ করবেন কাঁথি শহরের তপশিলি জাতি ও উপজাতির মানুষজনের বাড়িতে।
latestnews
smritiirani
kathi
bengalinews
breakingnews
importantnews
westbengal
dailynewsupdate
dailynews
newsupdates
samachar
BengaliNewsLive
Banglanews
TRENDINGNEWSTODAY
anmnews
news
bengal
india
bjp